জিএম কিবরিয়া, দুর্গাপুর, রাজশাহী :: রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর (রবিবার) বিকাল ৪ টার দিকে দুর্গাপুর থানা কম্পাউন্ডে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার পুঠিয়া সার্কেল কুদরত -ই- খুদা শুভ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) দুর্গাপুর উপজেলা শাখার আহ্বায়ক কামারুজ্জামান আয়নাল,
বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা আমীর সাইফুল ইসলাম ও সেক্রেটারি শামীম উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু ও সদস্য সচিব আহমেদ রেজাউল হক স্বপন, দুর্গাপুর উপজেলা পূজা উদযাপন
ফন্ট এর সভাপতি, প্রশান্ত সরকার ও সেক্রেটারি, শীবেন্দ্রনাথ সরকার। উপজেলা বিএনপির সাবেক সভাপতি, আশরাফুল কবির বুলু, পৌর বিএনপির সাবেক সভাপতি, আব্দুল আজিজ মন্ডল সহ উপজেলা বিএনপি, জামায়াত, পূজা উদযাপন কমিটি ও জনসাধারণ উক্ত সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে নানা প্রসঙ্গে আলোচনা করেন। সকলকে ঐক্যবদ্ধ ভাবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করার আহবান জানান এবং উৎসবমুখর পরিবেশ এবারের পূজা উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন।