শামসুল আলম, ঠাকুরগাঁও:: ঠাকুরগাঁওয়ে কাব কার্নিভাল আয়োজনের নিমিত্তে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে বাংলাদেশ স্কাউটসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ১৮সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ স্কাউটসের আয়োজনে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম সভাপতিত্বে বক্তব্য দেন, বাংলাদেশ স্কাউটসের ঠাকুরগাঁও সদর উপজেলার সহ সভাপতি ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ এরশাদুল হক। জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি লুৎফর রহমান মিঠু ,সদর উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটন, সদর উপজেলা স্কাউটের কমিশনার মোছাঃ শাবানা সুলতানা।এছাড়া অনুষ্ঠানে শিক্ষক ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।