জসিম ফরায়েজী ফেনী:: ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সকলেই মিলে ফেনীকে এগিয়ে নিতে হবে। সামাজিক রোগ-বালাইয়ের মূল কারণ হচ্ছে শিক্ষা। গুণগত মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শনিবার বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে আমরা ফেনী বাসী’র উদ্যোগে মাদক প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আমাদের সমাজে যিনি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন, তিনি রাজনীতিও করছেন আবার তিনি নির্বাচনও করছেন। এসব বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে। ফেনীর ইতিহাস ও ঐতিহ্যর দিক থেকে ফেনী অত্যন্ত সমৃদ্ধশীল জেলা। আমাদেরকে মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। মাদক ধ্বংস করছে তরুণদের মেধা ও সৃজনশীলতা। এতে সামাজিক অবক্ষয় হচ্ছে, পরিবার ধ্বংস হচ্ছে। মাদককের এ ভয়াবহতারোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ফেনী শহরের জলাবদ্ধতা ও দখল প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, পাগলিছড়া খাল ও শহরের বিভিন্ন লেক দখল উচ্ছেদে আমরা কাজ করছি।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবীর সভাপতিত্বে ও জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা একরামুল হক ভূঁইয়ার সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক ও ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ডা. তবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান প্রমুখ।