হলধর দাস,নরসিংদী:: নরসিংদীতে নবাগত পুলিশ সুপারের সাথে স্থানীয় সাংবাদিকদেী
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৩/৯/২০২৫)দুপুরে নরসিংদী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর নবাগত পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম।
স্বাগত বক্তব্যে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম জেলার আইন শৃংখলা উন্নয়নসহ সকল প্রকার কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি আসন্ন দুর্গাপূজায় নরসিংদী জেলার বিভিন্ন পূজা মন্দিরগুলোতে পূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বিদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। এব্যাপারে তিনি সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন। অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বক্তব্য রাখেন।
সাংবাদিকদের পক্ষ থেকে নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, আব্দুর রহমান ভূইয়া, মাখন দাস, সাধারণ সম্পাদক মোবারক হোসেন,এম এ আউয়াল, বিশ্বজিৎ সাহা, মনসুর আলী,হুমায়ুন কবীর,আশিকুর রহমান পিয়াল,মনির হোসেন,ফাহিমা খানম, মোঃ ফজলুল হক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ বক্তব্য রাখেন।