জিএম কিবরিয়া, দুর্গাপুর, রাজশাহী:: বাংলাদেশ জামায়াতে ইসলামী কোন ধর্ম ব্যবসা করে না । যারা নির্বাচনে এলে পাঞ্জাবি কিনে টুপি পড়ে মসজিদে যায়, তারাই ধর্মব্যবসা করে। বাংলাদেশ জামায়াতে ইসলামী উপমহাদেশে ১৯৪১ সাল থেকে আল্লাহর আইন চায়। এবারে আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, পাশাপাশি এবার আমরা রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব নিতে চাই ইনশাআল্লাহ ।
বিভিন্ন জনমত জরিপে জামায়াতে ইসলামীর নেতৃত্বে থাকা ইসলামি সমমনা দলগুলো ৫০ শতাংশ আধিক্য জনমতে এগিয়ে রয়েছে। তাই দেশী, বিদেশি, ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি দল প্রকাশ্যে বলছে আমরা “শরিয়া আইন মানি-না”। শরিয়া না মানলে, কেউ মুসলমান থাকতে পারে? ইসলামের বিপক্ষে অবস্থান নিবেন না! আসুন আমরা ঐক্য মতের ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করি। ফেব্রুয়ারিকে নির্বাচন আমরাও চাই, তার আগে জনগণের ৫ দফা দাবি পূরণ করতে হবে।
জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে কথাগুলো বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী” রাজশাহী জেলা শাখার সহকারী সেক্রেটারি ও রাজশাহী ৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, মোঃ নুরুজ্জামান লিটন।
২৬ (সেপ্টেম্বর) শুক্রবার বিকাল ৪ দুর্গাপুর ফাজিল মাদ্রাসা মাঠ থেকে “ভয় পাবো না দাপটে জবাব দেব ব্যালটে” স্লোগানে স্লোগানে মিছিলটি দুর্গাপুর বাজারে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর সাইফুল ইসলাম সেক্রেটারি শামীম উদ্দিন, পৌর জামায়াতের আমীর নূর আলম সেক্রেটারি শাহীন আলম সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে“ ইসলামী আন্দোলন বাংলাদেশ” দুর্গাপুর উপজেলা শাখাও
বিভিন্ন দাবী নিয়ে বিক্ষোভ মিছিল করেছে।