বিনয় চাকমা, রাঙ্গামাটি :: শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান বিষয়ক গণমাধ্যম কর্মীদের নিয়ে বিশেষ ওয়ারেন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের আয়োজনে ও গণ যোগাযোগ অধিদপ্তর তথ্য ও সসম্প্রচার মন্ত্রণালয়ে সহযোগিতায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মো হাবিব উল্লাহ মারুফ।
রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিনের সভাপতিত্বে এতে রাঙ্গামাটি সিভিল সার্জন নূয়নখীসা, রাঙ্গামাটির তথ্য অফিসার উপ পরিচালক রাহুল বনিক উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসক হাবিব উল্লাহ মারুফ বলেন, বর্তমান সরকার পাহাড়ের পিছিয়ে পড়ার জন্য গোষ্ঠীদের স্বাস্থ্য সচেতনতাই বিনামূল্যে টাইফয়েডের টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে। আগামী ১২ অক্টোবর সরকারের ইপিও আই কর্মসূচির আওতায় দেশব্যাপী শুরু হচ্ছে। একই সাথে সেদিন রাঙ্গামাটিতেও এই টিকাদান কার্যক্রম চলবে। এবার রাঙ্গামাটি জেলায় এক লাখ ৫৪হাজার ৭৪৯জনকে টিকাদান করা হবে। এ টিকাদান কর্মসূচিতে সকল জনগোষ্ঠীকে তাদের শিশুকে টাইফয়েড জ্বর থেকে রক্ষা করতে টিকাদানের জন্য উৎসাহ করেন তিনি।