মোঃ সানাউল্লাহ রিয়াদ, বরগুনা:: বরগুনায় বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বেলা ১১ টার দিকে সিভিল সার্জন অফিস কার্যালয়ের সামনে থেকে একটি রেলি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণশে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।
সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মাহমুদুল হক আজাদ প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ মারুফ পারভেজ, রিজওনাল ম্যানেজার জিজেডি মোঃ সৌরভ হোসেন, উপজেলা টিবি মোহাম্মদ আহসান হাবিব সহ ব্র্যাকের জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।