শামসুল আলম, ঠাকুরগাঁও :: সারাদেশের মতো ঠাকুরগাঁওয়েও শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে এটি চলবে টানা ১৮ কার্যদিবস। এই সময়ে জেলার ৪ লাখ ২০ হাজার ৮২২ জন শিশু-কিশোরকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ২টায় ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানান সিভিল সার্জন ডা. আনিছুর রহমান।
তিনি জানান, ৯ মাস বয়স থেকে শুরু করে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীকে ১ ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হবে। যেসব শিশুর জন্মসনদ নেই বা যারা স্কুলে যায় না, তাদের জন্য তাৎক্ষণিকভাবে ‘হোয়াইট তালিকা’ তৈরি করে টিকা দেওয়া হবে। টিকা পাওয়ার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি চলবে অনলাইনে।
সিভিল সার্জন আরও জানান, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। এই টিকাদান কর্মসূচি শিশুর স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা, মেডিকেল অফিসার ইফতেখাইরুল ইসলাম এবং স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা