জিএম কিবরিয়া রাজশাহী :: রাজশাহীতে “টাইফয়েড জ্বর প্রতিরোধ টিকা নিবো দল বেঁধে” এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন- ২০২৫ উদ্ভোধন করা হয়েছে।
১২ অক্টোবর (রবিবার) সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহী সিভিল সার্জন অফিসের আয়োজনে পবা উপজেলার শিলিন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কর্মসূচি উদ্বোধন হয়।
WHO এর অর্থিক সহযোগিতায় রাজশাহী জেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন, সকল উপজেলা ও পৌরসভায় কার্যক্রম শুরু হয়েছে । জেলায় টিকার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লক্ষ ৬৪ হাজার ১২৩ জন। এর মাঝে স্কুল দেওয়া হবে
৩ লক্ষ ৮৩ হাজার ২৯৭ জন, কমিউনিটিতে ১ লক্ষ ৮০ হাজার ৮২৬ জনকে দেওয়া হবে। টিকাদানকারী হিসেবে কাজ করবে ২ হাজার ৮৪৪ জন। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে ১১ হাজার ৩৮৬ জন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী জেলার সিভিল সার্জন, ডাঃ এস,আই, এম রাজিউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রসাশক (ডিসি) আফিয়া আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পুলিশ সুপার, ফারজানা ইসলাম, ডেপুটি সিভিল সার্জন,ডাঃ মাহবুবা খাতুন, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা, আরাফাত আমান আজিজ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী প্রমূখ উপস্থিত ছিলেন।
উক্ত কর্মসূচিতে অতিথিরা বলেন,“টাইফয়েড এমন একটি রোগ, যা সচেতনতা ও টিকাদানের মাধ্যমে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব। টিকা দান কর্মসূচির মাধ্যমে আমাদের শিশুরা এই রোগের প্রকোপ থেকে মুক্তি পাবে। আমাদের হাসপাতাল গুলোতে রোগিদের চাপ কমবে। যত বেশী টিকার আওতায় আসবে আগামীতে এই রোগ প্রতিরোধ করা সহজ হবে।জনসচেতনতার মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছরের সকল শিশুকে টিকার আওতায় আনতে হবে।”