শামসুল আলম,ঠাকুরগাঁও :: গণতন্ত্রের কোন বিকল্প নেই, গণতন্ত্রের বিকল্প গণতন্ত্রই । গণতন্ত্রের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনা করতে হবে, এমনটাই বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, আগামী নির্বাচনের ওপরই বাংলাদেশের রাজনৈতিক-অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে জেলা শিল্পকলা একাডেমিতে ঠাকুরগাঁও সদর ও রুহিয়া থানা বিএনপির নির্বাহী কমিটির সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেছেন।
মির্জা ফখরুল বলেন, এমনও সময় গিয়েছে যখন বিএনপির নেতাকর্মীরা নির্যাতন-নিপীড়ন ও মিথ্যা মামলার কারণে বাড়িতে থাকতে পারেননি। সেই সময়গুলো তাদের পালিয়ে বেড়াতে হয়েছে। তাই আমরা বাংলাদেশে আর ফ্যাসিস্টদের ফেরত দেখতে চায়। ফ্যাসিস্ট দের কারণে খালেদা জিয়াকেও দীর্ঘ ছয় বছর কারাভোগ করতে হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির ১৭শ’ নেতাকর্মীকে গুম এবং ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। সে জন্যই আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করা প্রয়োজন ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন ও সাধারণ সম্পাদক মোঃ পয়গাম আলি, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ , সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তুহিন , পৌর বিএনপির সভাপতি মোঃ শরিফুল ইসলাম শরীফ সহ জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।