তিনি আরো বলেন, জামায়াত ক্ষমতায় গেলে মানুষের কল্যাণে কাজ করবে। শ্রমিকদের স্বার্থ রক্ষা করবে। তিনি সমাবেশে শ্রমিকদের উদ্দ্যেশে বলেন, চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য আপনাদের এলাকার সন্তান, আপনারা তার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন এই প্রত্যাশা রাখি। সেই সাথে আপনাদের উন্নত চিকিৎসার জন্য আলমডাঙ্গায় একটি উন্নতমানের হাসপাতাল প্রতিষ্ঠার দাবী জানাচ্ছি। সেই সাথে হারদি হাসপাতালটিকে আধুনিকায়ন করে এলাকার মানুষের চিকিৎসাসেবার মান বাড়ানোর দাবী জানাচ্ছি।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান তার প্রধান অতিথির বক্তব্যে বলেন, শ্রমিকরা আমাদের সব থেকে বড় শক্তি। আপনারাই মানুষের বিপদে সবার আগে এগিয়ে আসেন। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আপনাদের সাথে নিয়ে এলাকার উন্নয়ন করবে। তিনি বলেন, জামায়াতে ইসলামী কারো জানমালের ক্ষতি করে না। হানাহানি করে না। সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে। তাই সবার মাঝে ইসলামের আলো ও কোরআনের আলো জ্বালাবে জামায়াত।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আলমডাঙ্গা শাখার সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী এ্যাড. মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা ১ আসনের নির্বাচনী পরিচালক নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন বিষযক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমীর সফিউল আলম বকুল, আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি কাইযুম উদ্দিন হিরক প্রমুখ। সমাবেশে ৭০০টি ভ্যান, রিক্সা চালক উপস্থিত ছিলেন ।