আইয়ুব আলী ময়মনসিংহ :: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে। জনগনের রায় নিয়ে বিএনপি ক্ষমতায় গেলে বেগম খালেদা জিয়ার আশির্বাদ নিয়ে তারেক রহমানের নেতৃত্বে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। বেগম খালেদা জিয়া ঘোষিত ২০৩০ এবং তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়ন করে রাষ্ট্র মেরামত করে সাম্য মানবিক মর্যাদাসহ ন্যায় ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব। কিন্তু জুলাই সনদ স্বাক্ষর অনুস্ঠানে একটি চিত্র ওঠে এসেছে যার সাথে সকল জুলাইযোদ্ধা জড়িত নন। জুলাইযোদ্ধাদের নামে অনাকাংখিত ঘটনা ঘটে গেল তাতে আমরা হতবাগ। যারা নানা ছলছুতোয় নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তারাই ঘটনার উস্কানি দিয়েছে কিনা তদন্ত করে বের করতে হবে। জুলাই আমাদের পরিবতৃনের কথা শেখায় কিন্তু কালকের হামলায় মনে হয়েছে আমরা আগের বন্দোবস্তে ফিরে যাচ্ছি কারন পুলিশের গাড়ি ভাংচুর আগুন দেওয়া জুলাই আন্দোলনের আকাঙখার প্রতিফলন নয়। বরং ফ্যাসিবাদিরা আমাদের ওপর যে ভাবে আক্রমন করত জনগনের ওপর আক্রমন করত গতকালের আক্রমন ছিল সেই রকমের আক্রমন। অনুষ্ঠানে উপস্থিত বিদেশী কুটনীতিক বিশ্ব মিডিয়ায় প্রচারে আমাদের মাথে হেট করে দিয়েছে ।
আজ সন্ধায় সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা একেএম শোশাররফ হোসেনের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরনসভায় তিনি এসব কতা বলেন।
আজ বিকেল চারটায় জেলা পরিষদ মিলনায়তনে ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপি তার মৃত্যু দিবসে “স্মরনসভার” আয়োজন করে। ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলুর সভাপতিত্ব স্মরনসভায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচীব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগাঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, নগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাত আলী, জেলা শ্রমিকদলের সভাপতি আবু সাইদ, মহিলাদলের সভাপতি ফরিদা ইয়াসমীন পারভীন প্রমুখ নেতৃবৃন্দ। এ কে এম মোশাররফ হোসেন ২০২০ সালের ১৮ অক্টোবর শনিবার রাত সাড়ে ৮টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে তিনি মারা যান।
প্রিন্স আরও বলেন, আমরাও জুলাই যোদ্ধা আজকের সমাবেশের অনেকেই জুলাইযোদ্ধা। পুলিশী নির্যাতন মামলা হামলা উপেক্ষা করে সবাই রাজপথে অবস্থান নিয়েছিল। গতকাল জুলাই যোদ্ধাদের উস্কে দিয়ে জাতিয় অনুষ্ঠান পন্ড করিয়েছে তারাই যারা নানা ছলছুতোয় নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তাই ঘটনার তদন্ত করে বের করতে হবে। বাংলাদেশের মানুস নির্বাচনের জন্যমুখিয়ে আছে। নির্বাচন না হলে দেশ ধংশের দিকে যাবে। সারা দেশের মানুষ নির্বাচন চায় । তাই নির্বাচন সফল করার জন্য যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।