গোপালগঞ্জ প্রতিনিধি :: গোপালগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: রাশেকুজ্জামান পলাশকে গত ২৪-০৮-২০২৫ তারিখ AI এ্যাপের মাধ্যমে তার ছবি দিয়ে ভিডিও তৈরি করে কিছু স্বার্থান্বেষী মহল বিভিন্ন নামে বেনামে ফেসবুকের আইডি দিয়ে তাকে হেয় প্রতিপন্ন করে। এর প্রতিবাদে গোপালগঞ্জ সদর থানায় মো: রাশেকুুজ্জামান পলাশ একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরী নং ১২৫৪।স্বার্থন্বেষী মহল শুধু এ করেই ক্ষান্ত হয়নি। এই ভিডিও কেন্দ্রীয় বিএনপির/যুবদলের বিভিন্ন নেতাকর্মী কে দেন। এই দেওয়াকে কেন্দ্র করে গত ১৮-১০-২৫ তারিখে কেন্দ্রীয় যুবদলের নির্ধারিত দলীয় প্যাডে মো: রাশেদুজ্জামান পলাশকে ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে কেন্দ্রীয় যুবদল অফিসে ব্যাখ্যা দেওয়ার জন্য চিঠি ইস্যু করে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো: রাশেকুজ্জামান পলাশ বলেন আমি ছাত্র জীবন থেকে ছাত্রদল রাজনীতি করে আসছি। এরপরে গোপালগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক হয়েছি।দলের দুর্দিনের কান্ডারী ছিলাম।দল করতে গেলে দলের এ ধরনের কোন বড় পদে থাকলে প্রতিপক্ষ তো থাকবেই। ইনশাআল্লাহ আমি কেন্দ্রীয় নেতাদের মুখোমুখি হলে আমি নির্দোষ প্রমাণিত হব। আমার বিশ্বাস গোপালগঞ্জ থানার পুলিশ অবশ্যই দোষী ব্যক্তিদেরকে ধরে আইনের আওতায় আনবে। এটাই আমার প্রত্যাশা।