শামসুল আলম, ঠাকুরগাঁও :: ঠাকুরগাঁও সদর উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বিষয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ৯ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: খাইরুল ইসলাম।
সভায় জানানো হয়, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সময়ে সদর উপজেলার গ্রাম আদালতে মোট ১৩৩৫ টি মামলা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ১২৮৩ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
সভায় উপজেলার ২২টি ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় গ্রাম আদালত বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ঠাকুরগাঁও সদর উপজেলার উপজেলা সমন্বয়কারী আতিকা ইসলাম রিতু ও তাহমিনা ইয়াসমিন।