নেত্রকোনা প্রতিনিধি, নেত্রকোনা সদর উপজেলার ২ নং মেদনী ইউনিয়নে খায়েরবাংলা/ দাস পাড়া ঐতিহ্যবাহী খেলার মাঠে খায়েরবাংলা একাদশ বনাম দিগজান একাদশ ফাইনাল ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়।
উক্ত ফুটবল টুর্নামেন্টে উপস্থিত থাকেন প্রধান অতিথি জনাব মোঃ মুজিবুর রহমান খান (সভাপতি, নেত্রকোনা সদর উপজেলা বিএনপি )
উদ্বোধক জনাব চম্পক দাম (ওসি, তদন্ত নেত্রকোনা মডেল থানা )
বিশেষ অতিথি জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন খান রনি (সাবেক সহ-সভাপতি, নেত্রকোনা জেলা যুবদল), মোঃ মোখলেছুর রহমান (সিনিয়র সহ-সভাপতি নেত্রকোনা সদর উপজেলা বিএনপি) ও আরও উপস্থিত থাকেন বিএনপি অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ….।।
ফলাফলঃ দিগজান একাদশ-০১
খায়েরবাংলা একাদশ-০০













