হলধর দাস,নরসিংদী :: নরসিংদীতে জেলা প্রশাসনের আয়োজনে আনন্দঘন পরিবেশে ২৫ অক্টোবর ২০২৫(শনিবার)
মেঘনা নদীতে সন্ধ্যায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার সম্পন্ন হয়েছে।
উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ তৌহিদ হোসেন, মাননীয় উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয়।
নৌকা বাইচে চ্যাম্পিয়ন হয়েছেন বি,বাড়িয়া জেলার সরাইল থানার ক্ষমতাপুর গ্রামের শাপলা বয়েজ ক্লাবের মো: ওসমান উল্লাহর দল।
২য় স্থান অর্জন করেছেন হবিগঞ্জ জেলার টুঙ্গিঘাটের মো: কালা মিয়া’র দল।
৩য় স্থান অর্জন করেছেন বি, বাড়িয়া জেলার বিজয় নগর থানার বুল্লা গ্রামের হাজী ফুল ইসলাম মেম্বারের ‘ পদ্মা বয়েজ ক্লাব ‘ দল।
অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বিজয়ীদের মধ্যে পুরস্কার ও প্রাইজ মানি তুলে দেন।
পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও দুই লক্ষ টাকার প্রাইজ মানি চেক ;
২য় স্থান অর্জনকারী দলকে ট্রফি ও দেড় লক্ষ টাকার প্রাইজ মানি চেক এবং ৩য় স্থান অর্জনকারী দলকে ট্রফি ও এক লক্ষ টাকার প্রাইজ মানি চেক প্রদান করা হয়।
এসময় নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি মোঃ তৌহিদ হোসেন এনডিসি (সিনিয়র সচিব)
মোহাম্মদ ওয়াহিদ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নেতা জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি খায়রুল কবির খোকন, নরসিংদীর পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি প্রমুখ উপস্থিত ছিলেন।













