মোঃ হেমায়েত হোসেন খান , মাদারীপুর :: মাদারীপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী হিসেবে ড.কাজী আবুল বাসারকে মনোনয়ন দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনগণ। শনিবার দুপুরে মাদারীপুর-৩ আসনের বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের স্থানীয় জনগণের ব্যানারে মাদারীপুর ৩ আসনের সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলন বক্তারা বলেন আমাদের মাদারীপুরের কৃতি সন্তান ড. কাজী আবুল বাসার একজন সৎ মানুষ। আপনারা জানেন কাজী আবুল বাসার দীর্ঘ দিন মাদারীপুর জেলা জামায়াতের নায়েবে আমির হিসেবে সাহসিকতার এবং সফলতার সাথে জামায়াত ইসলামীর দায়িত্ব পালন করেছেন।
এছাড়া হাসিনার জুলুমের শিকার হয়ে বারবার কারাবরণ করতে করতে যখন তাকে হত্যা করার সিদ্ধান্ত হয় তখন তিনি নিজ জন্মস্থান ত্যাগ করে ঢাকায় স্থানান্তরিত হয়। আমরা বলতে চাই বিগত সময়ে আন্দোলন সংগ্রামে যাদের সক্রিয় ভূমিকা ছিল সেই ত্যাগী নেতাদের যেন মূল্যায়ন করা হয়।
এজন্যই আমরা চাই মাদারীপুর ৩ আসনে জামায়েত ইসলামীর পক্ষ থেকে কাজী আবুল বাসারকে যেন নমিনেশন দেওয়া হয়। আমরা জামায়েত ইসলামীর কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের আজকের এই সংবাদ সম্মেলন।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিন্টু কাজী,২ নং ওয়ার্ড সদস্য আব্দুল হক সরদর,৪ নং ওয়ার্ড সদস্য হাবিব হাওলাদার, ৭ নং ওয়ার্ড সদস্য ইয়াকুব মুন্সী,৫ নং ওয়ার্ড সদস্য সাহাবদ্দিন সরদার,৬ নং ওয়ার্ড সদস্য মাসুদ খান,৮ নং ওয়ার্ড সদস্য সাগর বেপারী ও মস্তফাপুর ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ ওয়ার্ডর সংরক্ষিত আসনের মহিলা সদস্য লাকি আক্তার,৩,৪ ও ৫ নং ওয়ার্ডের মহিলা সদস্য হাসিয়া বেগম,৭,৮,৯ নং ওয়ার্ডের সদস্য ছনিয়া আক্তার,সাধারণ জনগণের পক্ষে শাখাওয়াত হোসেন মিন্টুসহ এলাকার সাধারন জনগন উপস্থিত ছিলেন।













