আইয়ুব আলী ময়মনসিংহ :: জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ মামলার রায় ঘোষনার দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ ঘোষণা প্রতিহত করতে লাঠিসোঠা নিয়ে আজ সকাল থেকে ময়মনসিংহের রাজপথে অবস্থান নিয়ে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতসহ সমমনা আট দল। সকালে মহানগর জামায়াতের একটি হোন্ডা মিছিল শহর চক্কর দিয়েছে ।
এসব কর্মসুচীতে মহানগর জামায়াতের ময়মনসিংহ সদর-৪ আসনের প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল, জেলা আমীর আব্দুল করিম, জেলা সেক্রেটারি মোহাদ্দীস মোজাম্মেল হক আকন্দ, মহানগর সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম, অর্থ সম্পাদক, অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, মহানগর কর্মপরিষদ যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারী এবং বিভিন্ন দায়িত্বশীল ও বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তবে জনজীবনে শহরে বা উপজেলার কোথাও লকডাউনের প্রভাব লক্ষ করা যায়নি। সবকিছু ছিল স্বাভাবিক।
সকাল থেকে নগরীর চড়পারা মোড় মহানগর জামায়াত, বিডিপি, পাটগুদাম ব্রীজ মোড়ে বাংলাদেশ খেলাফত মজলিস, শিকারিকান্দায় নেজামে ইসলাম, ইসলামি আন্দোলনের বাংলাদেশ, মহানগর ও জেলা শাখার নেতাকর্মীরা অবস্থান গ্রহন করেন ।













