আইয়ুব আলী ময়মনসিংহ :: বিএনপি জাতিয় নির্বাহী কমিটির সদস্য কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য শিক্ষাবিদ ডা: মাহবুবুর রহমান লিটন বলেছেন, বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংশ করে দিয়ে গনহারে ইচ্ছাকৃতভাবে জিপিএ-৫ এর বন্যা বইয়ে দিয়ে শিক্ষার্থী ও শিক্ষককে খুশী করেছে। কিন্ত আগামী দিনে শিক্ষা ব্যবস্থা নিয়ে এই রকমের ধ্বংশাক্তক কাজ আর হবে না। বিএনপি সরকারের সময় শিক্ষা ব্যবস্থাকে নকলমুক্ত করে মানসন্মত শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছিল বিগত সরকার তা ধ্বংশ করে দিয়ে গেছে। বিএনপি যদি আবার ক্ষমতায় আসতে পারে তা হলে শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন করা হবে । তাই শিক্ষার্থীদের এখন থেকে পড়াশুনা করে মেধা দিয়ে ভাল ফলাফল করার চেষ্টা করতে হবে । এজন্য শিক্ষকদের গুরুত্বপুর্ন ভুমিকা পালনের আহ্বান জানান বিএনপিএর এই নেতা। তিনি আজ বিকেলে ত্রিশালে “গ্র্যাজুয়েট কর্মজীবীদের সংগঠন” ‘ত্রিশাল ই্য়ুথ ফোরাম’ উদ্যেগে ক্যারিয়ার গাইড লাইন ২০২৫ ময়মনসিংহে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন । পরে শিক্ষার্থীদের হাতে সন্মাননা স্বারক তুলে দেন অতিথীরা।
আজ বিকেলে ত্রিশাল টিউলিপ কনভেনশন সেন্টারে কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে এই আয়োজন করা হয়।
বিশেষ অতিথীর বক্তব্য রাখেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর আখতার হোসাইন খান, বোর্ড অব ট্রাস্টি সদস্য মোস্তেকা আনোয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ুথ ফোরামের সভাপতি প্রভাষক আমিনুল ইসলাম।













