শামসুল আলম ঠাকুরগাঁও প্রতিনিধি :: ঠাকুরগাঁওয়ে ৭০ নং বাঁশগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যাগাজিন অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
আজ (১৭ ই নভেম্বর সোমবার সকাল ১০ টায়) ঠাকুরগাঁও সদর উপজেলার বাঁশগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়র মাঠ প্রাঙ্গনে উক্ত ম্যাগাজিন অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষিকা মোছাঃ ইয়াছমিন আরা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,ঠাকুরগাঁও সদরের সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ মুসা আলী। সহকারী শিক্ষিকা মোছাঃ মালেকা বান, মোছাঃ শাহিনা চৌধুরী,মোঃ আলী আকবর
অনুষ্ঠানে প্রধান শিক্ষিকা ইয়াছমিন আরা পারভীনের জানান, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠন,সংস্কৃতি চর্চা,মূলবোধ জাগ্রতবোধ ইত্যাতি সম্পর্কে জ্ঞান অর্জন করত হবে। পরে বিদ্যালযয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীর জন্য ম্যাগাজিন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
এ সময় শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান,নৃত্য,কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন।অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থী,শিক্ষক,অভিবাবক । বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও শিক্ষক ও কমিটির নেতৃবৃন্দ
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।













