আইয়ুব আলী ময়মনসিংহ :: ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় পিএসসির অবাস্তবিক ও বৈষম্যমুলক সময় নির্ধারনের প্রতিবাদ, অবস্থান কর্মসুচী পালন ও রেলপথ অবরোধ দুই ঘন্টাপর প্রত্যাহার করেছে শিক্ষার্থীর। এর আগে আজ বিকেল চারটায় বাকৃবি কেন্দ্রিয় গ্রন্থাগারের সামনে অবস্থান শেষে মিছিল নিয়ে জব্বারের মোড়ে গিয়ে রেলপথ অবরোধ করে শিক্ষাথীরা। ফলে ঢাকাগামী মহুয়া ও তিস্তা এক্সপ্রেস দুটি ময়মনসিংহ জংশন স্টেশনে আটকা পরে। এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পরতে হয়।
সন্ধা ছয়টা থেকে করা অবরোধ রাত আটটা পাচ মিনিটে ছেড়ে দেওয়া ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয় ।
আন্দোলনকারী শিক্ষার্থী ৪৭ তম বিসিএস লিখিত প্রার্থী রাকিব,সুজন,রবিন দাবী করেন লিখিত পরীক্ষার আগে পিএসসি নির্ধারিত দুই মাসের পরিবর্তে ছয়মাস সময় করতে হবে। ময়মনসিংহ প্লাটফরম স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল হারুন এই খবর নিশ্চিত করেছেন । খবর পেয়ে, ময়মনসিংহ সদর উপজেলা ভুমি কর্মকর্তা সৈয়দা তামান্না হোরায়রা, ময়মনসিংহ কতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুর ইসলাম ও জিআরপি পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য, রেল কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছে অবরোধ তুলে নিতে সচেস্ট হন।












