গোপালগঞ্জ প্রতিনিধি:: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জ-২ আসনে নির্বাচনী জনসংযোগ করেছেন বিএনপি নেতা মুশফিকুর রহমান রেন্টু। দল ও নেতৃত্বের প্রতি পূর্ণ আনুগত্যের বার্তা দিয়ে আজ সোমবার দুপুরে তিনি বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রচার কার্যক্রম চালান।
জনসংযোগের সময় রেন্টু ও তাঁর সমর্থকরা শহরের প্রধান পয়েন্টগুলি অতিক্রম করেন। এদিন তাঁরা চৌরঙ্গী, কোর্ট চত্বর, উকিলবার, গেটপাড়া এলাকা ঘুরে জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং গোহাটা বটতলায় গিয়ে তাঁদের প্রচার কার্যক্রমের সমাপ্তি ঘটান।
এই সময় বিএনপির বিপুল পরিমাণ নেতা-কর্মী তাঁর সঙ্গে ছিলেন।
জনসংযোগ শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে মুশফিকুর রহমান রেন্টু দলের অবস্থান স্পষ্ট করে বক্তব্য দেন। তিনি বলেন:
”আমরা বিএনপির বাইরে নই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মহোদয় প্রাথমিকভাবে ২৩৭টি আসনে দলীয় মনোনয়ন দিয়েছেন।”
তিনি দৃঢ়ভাবে জানান, দল যাকে চূড়ান্তভাবে মনোনীত করবে, তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তিনি আরো বলেন, দলে আমাদের পরিক্ষা দেওয়া কিছু নেই। আমার বাবা এমএলএ ছিলেন, বড় ভাই হাফিজুর রহমান পলু মিয়া পৌর সভার চেয়ারম্যান ছিলেন।
আরো ২ জন বড় ভাই হাবিবুর রহমান কাবির ও সাইফুর রহমান নান্টু গোপালগঞ্জ জেলা বিএনপির বারবার সভাপতি ও এই ২ আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ নির্বাচন করেছে।
”দল যাকে চূড়ান্ত মনোনয়ন দেবে, আমরা সকলে মিলে তার পক্ষেই কাজ করবো।”
তাঁর এই বক্তব্য আসন্ন নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার একটি স্পষ্ট বার্তা দেয়।













