আইয়ুব আলী ময়মনসিংহ :: বিজিবি শুধুমাত্র নির্বাচনকালিন সময় না আইনশৃখলা পরিস্থিতির অবনতি দেশের ক্রান্তিকালিন সব সময় অবৈধ অস্ত্র উদ্ধারে কাজ করে থাকে । আসছে নির্বাচনের যে প্রয়োজণীয় প্রস্তুতি সেটাও নেওয়া হচ্ছে । এ সাইডে বিজিবি যে সকল তথ্য পাচ্ছে বেশ কিছু তথ্য আমাদের কাছে এসেছে। কোন কোন রুট দিয়ে অস্ত্র কোথায় আসতে পারে সে ব্যাপারে কাজ করছি। এজন্য সাংবাদিকদের গুরুত্বপুর্ন ভুমিকা রয়েছে । বিজিবি ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরের অধিনায়াক কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আজ দুপুরে বিজিবির শেডে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এসব কথা বলেন । বিজিবি ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়ান এই সাংবাদিক সন্মেলনের আয়োজন করে । ৩৯ ব্যাটালিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মেহেদি হাসানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে চোরাচালান, মাদক পাচার, পুশইন, জালনোট পাচার এবং অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্যএর কথা তুলে ধরেন তিনি। চলতি বছরের জানুয়ারি হতে ২৫ নভেম্বর পর্যন্ত ১০ মাস ২৫ দিনে নিরলস অভিযানে বিজিবি সরাইল রিজিয়ন সীমান্ত সুরক্ষায় এক নতুন মাইলফলক স্থাপন করেছে। এই সময়ের মধ্যে পরিচালিত চোরাচালান বিরোধী অভিযানে সর্বমোট ৭১০ কোটি ৮১ লক্ষ টাকার চোরাচালানী পণ্য ও ৬৪ জন আসামী আটক করেছে এবং মাদকবিরোধী অভিযানে ৪৩ কোটি ৫৮ লক্ষ টাকার মাদক ও ৩৩০ জন আসামী আটক হয়। এর মধ্যে ময়মনসিংহ সেক্টর একা ৫৫ কোটি ৯৪ লক্ষ টাকার চোরাচালানী পণ্য ও ১৪ জন আসামী এবং ০৪ কোটি ৬৪ লক্ষ টাকার মাদকসহ ১০০ জন আসামী গ্রেফতার করতে সক্ষম হয়। উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল এর অধীনস্থ বিভিন্ন ইউনিট সরাইল রিজিয়নের অধীনস্থ ইউনিট সমূহ বিভিন্ন সময়ে বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ জন আসামীসহ ৯ লক্ষ ৭৫ হাজার ৭৫৬ ঘনফুট বালু ও ৪ লক্ষ ৯১ হাজার ৮৪২ ঘনফুট পাথর জব্দ করতে সক্ষম হয়েছে। এসব অভিযান পরিচালনার মাধ্যমে ট্রাক-২৭টি, ট্রলি-৭৫ টি, ট্রাকটর-৪৫ টি, লরি-১৮ টি এবং নৌকা-৪০ টি জব্দ করা হয় এবং বহু অবৈধ সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।













