আইয়ুব আলী, ময়মনসিংহ :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেছেন ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলায় সদ্য যোগদান করা নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো: সাইফুর রহমান এবং পুলিশ সুপার (এসপি) মো: মিজানুর রহমান। এ সময় তারা ময়মনসিংহের উন্নয়ন এবং অগ্রগতিতে যেকোন পজেটিভ পরির্বতনে অংশিদার হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় নবাগত জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেছেন, রাজনীতি বা মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু দেশের জন্য দেশের মানুষের জন্য ইতিবাচক সাংবাদিকতা এবং অন্যায়ের সাথে আপোষ না করে সাংবাদিকদের সর্ব্বোচ্য পেশাদারিত্ব বজায় রাখতে হবে। আসছে ত্রয়োদশ জাতিয় সংসদ নির্বাচনী কর্মযজ্ঞ নিরপেক্ষতার বাইরে গিয়ে প্রশাসন কোন কাজ করবে না সুষ্টভাবে নির্বাচন করার জন্য সাংবাদিকদের আরো বলিষ্ট ভুমিকা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন । তিনি আজ দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সভাকক্ষে জেলার ইলক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন । মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমানও উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাংবাদিকরা ময়মনসিংহের যানজট মাদক আইনশৃখলা ভুমি হুকুম দখল ও ভুমি অফিসের নানা সমষ্যা তুলে ধরে বক্তব্য রাখেন ।
মতবিনিময় সভা সন্চালন করেন, অতিরিরিক্ত জেলা প্রশাসক রেজা মো গোলাম মাসুম প্রধান। সাংবাদিকদের বক্তব্য শোনার পর জেলঅ প্রশাসক বলেন, বর্নিত সমষ্যাসমুহ কিছু স্বল্প মেয়াদী কিছু দীর্ঘ মেয়াদী । অগ্রধিকার বিবেচনায় সমষ্যা সমাধানের আশ্বাষ দিয়ে জেলা প্রশাসক সাংবাদিকদের ইতিবাচক সহযোগীতাও কামনা করেছেন । মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাব সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, এনটিভির স্টাফ করেস্পন্ডেন্ট আইয়ুব আলী, আজকের খবরে পত্রিকার সম্পাদক মোশাররফ হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।
অনলাইনেরে জন্য:
সভায় সাংবাদিকদের সহযোগিতা চেয়ে নবাগত এসপি মিজানুর রহমান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাকে এই জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে। আমি চেষ্টা করবো জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বস্তিকর পর্যায়ে নিয়ে আসার পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে। প্রতিটি ভোট কেন্দ্র রাখতে চাই নিরাপদ। এছাড়াও যেকোন নাগরিকের নিরাপদ চলাচল এবং বসবাসে আইনি সহায়তা নিশ্চিত করে পেশাগত দায়িত্বে জনবান্ধব এবং সাংবাদিক বান্ধব হয়ে কাজ করতে চাই। বিশেষ করে নির্বাচনের পূর্বে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিরাপদ এবং নিবিঘœ করতে চাই। কিন্তু এই কাজটি আমার একার পক্ষে সম্ভব নয়, এতে আপনাদের সহযোগিতা একান্ত অপরিহার্য্য।













