আইয়ুব আলী ময়মনসিংহ:: ১১ তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছরের উন্নতর গ্রেড প্রদান,শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদানসহ তিনদফা দাবীতে সারাদেশের ন্যায় ময়মনসিংহ জেলার একযোগে ২ হাজার ১৪০টি টি সরকারী প্রাইমারি স্কুলে চলছে শিক্ষকদের “কমপ্লিট শাডাউন” কর্মসুচী । স্কুলগুলোতে শিক্ষক-শিক্ষার্শীহীন ক্লামরুম শিক্ষক কক্ষে ঝুলছে তালা।
আন্দোলনরত শিক্ষকরা বাইরে অবস্থান কর্মসুচীর বদলে স্কুলে তালা লাগিয়ে দিয়ে নিজ নিজ বাসা-বাড়িতে অবস্থান করছেন। এর ফলে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ডিসেম্বর চলমান বার্ষিক পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। এই কর্মসুচীতে যোগ দিয়েছে জেলার প্রায় ১২ হাজার ৫৯০ জন শিক্ষক ।
জেলায় ২ হাজার ১৪০টি টি সরকারী প্রাইমারি স্কুলেমোট শিক্ষার্থী সংখ্যা ৫ লক্ষ ৩৮ হাজার ৫৬৮ জন। দাবী না মানা পর্যন্ত শিক্ষকরা তাদের কর্মসুচী প্রত্যাহার করে একাডেমিক কাজে যোগ দিবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মাহমুদুল হাসান রুমী। শিক্ষকদের এই কর্মসুচীর ফলে শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় অংশ গ্রহন করতে পারছেনা। ফলে শিক্ষার্থী অভিভাবকরা চরম অনিশ্চয়তায় পড়েছেন।
এদিকে সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা তাদের কর্মসুচী প্রত্যাহার করে শিক্ষার্থীদের স্বার্থে আজ থেকে পরীক্ষা গ্রহন শুরু করে একাডেমিক কাজে যোগ দিয়েছেন। ময়মনসিংহ সরকারী বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার আজ সকালে এই খবর নিশ্চিত করেছেন ।













