লক্ষ্মীপুর :: ছুতেই বন্ধ হচ্ছে না লক্ষ্মীপুর অস্রের জনজনানি।। বিগত সময় থেকে আজ পর্যন্ত কারা নিয়ন্ত্রণ করছে তাদের?? আড়ালেই থেকে যাচ্ছে গডফাদাররা প্রশাসন ও কি চুপ থাকবে???
লক্ষ্মীপুর নোয়াখালী সীমান্তবর্তী আলায়াপুর এলাকায় একটি কবরস্থান থেকে ৬ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর নোয়াখালীর সিমান্তে চন্দ্রগঞ্জ থানাধীন পূর্ব বাজারে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এরমধ্যে ৫ টি রাইফেল ও ১ টি এলজি রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ,দীর্ঘদিন ধরে একটি চক্র চন্দ্রগঞ্জ ও আশপাশ এলাকায় অস্র ব্যবহার করে আসছিল। এইসময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী সহযোগিতাই লক্ষ্মীপুর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলায়াপুরে (চন্দ্রগঞ্জ পূর্ব বাজার) অভিযান চালায় চন্দ্রগঞ্জ থানা পুলিশ। পরে একটি কবরস্থান থেকে কাগজে মোড়ানো ৬ টি প্যাকেটে উদ্ধার করা হয়। প্যাকেট গুলোতে ৫ টি রাইফেল ও ১ টি এলজি উদ্ধার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর নোয়াখালী সীমান্তবর্তী আলায়াপুর এলাকায় একটি কবরস্থানে অভিযান পরিচালনা করা হয়। এইসময় ৬ টি অস্ত্র উদ্বার করা হয়েছে। তবে অস্ত্রগুলো কবরস্থানে কারা রেখেছেন, সেটি জানা যায়নি। এরসাথে জড়িতদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।














