আইয়ুব আলী ময়মনসিংহ :: এবারের দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যে একতা… গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন, বেলুন উড়ানো, মানববন্ধন ও আলোচনা সভার মধ্যদিয়ে ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী।
নগরীর টাউন হলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে মূখ্য আলোচক ছিলেন ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।
বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আজিজ আহমেদ সাদেক রেজা, সনাকের সদস্য মোঃ জাকির হোসেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মোঃ মনিরুজ্জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রনজিৎ কুমার কর্মকার।














