গোপালগঞ্জ :: “প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ার”-এর আয়োজনে আজ বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক আরিয়ান হাসান হানিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাদির আহমেদ, প্রভাষক, ভূগোল, ধারাবাসাইল সরকারি আদর্শ কলেজ, কোটালিপাড়া, গোপালগঞ্জ।
বিশেষ অতিথি ছিলেন নীহাররঞ্জন হীরা, সাবেক প্রভাষক, কাজী জহুরুল হক কলেজ, গোপালগঞ্জ।
অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ ফাইদ হোসেন ও আশরাফুল আলম। ডেকোরেশনের দায়িত্বে ছিলেন সাজিদ আহমেদ। অনুষ্ঠানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৫ জন মেধাবী শিক্ষার্থী উপস্থিত ছিলেন, যারা প্রতিষ্ঠানের বিভিন্ন একাডেমিক কর্মকাণ্ডে যুক্ত আছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
নিহার স্যার, দূর্জয় স্যার, আব্দুর রহমান স্যার, অনিক স্যার, সোহান স্যার, আশরাফুল স্যার, আরজু স্যার, ফাইদ স্যার, শান্ত স্যার, ইব্রাহিম স্যার, সামিরা ম্যাম, জেসিকা ম্যাম, সুমন্ত স্যার, মেহেদি স্যার, আতিক স্যার, মুস্তাকিম স্যার, রিশাদ স্যারসহ আরও অনেকে।













