আব্দুল মতিন, লক্ষ্মীপুর :: লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
মঙ্গলবার সকাল থেকে জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার আবু তারেকের নেতৃত্বে পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে গনকবরে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, বিজয় র্যালি, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় সংগীত পরিবেশন ও দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এর পর সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর-৩ সদর আসনের সাবেক এমপি বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নেতৃত্বে জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু,জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী এ্যাপি, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন,সাধারন সম্পাদক নিজাম উদ্দিনসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সকাল দশটার দিকে লক্ষ্মীপুর জেরা জামায়াতের যুব বিভাগের উদ্যেগে একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। যুব মিছিলে নেতৃত্ব দেন লক্ষ্মীপুর জেলা জামায়তের আমির ও লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন ভূঁইয়া, সদর আসনের সংসদ সদস্য প্রার্থী ঢাকা উত্তর মহানগর জামায়াতের সেক্রেটারী ড. রেজাউল করিম, রামগতি-কমলনগর আসনের সংসদ সদস্য প্রর্থী জেলা জামায়াতের সেক্রেটারী এ আর হাফিজ উল্যাসহ, সাবেক সেক্রেটারী ফারুক হোসেন নুরনবী, এড. মোহসিন কবির মুরাদ, মমিন উর্যাহ পাটওয়ারী, নায়েবে আমির জহিরুল ইসলাম, পৌর আমির আবুল ফারাহ নিশান, সেক্রেটারী হারুনুর রসিদ, চন্দ্রগঞ্জ থানা সেক্রেটারী রেজাউল ইসলাম সুমন,এড. মনজুরুল আলম মিরনসহ সকল ইউনিটের জামায়াত- শিবিরের নেতৃবৃন্দ।
এছাড়া জেলা স্টেডিয়াম মাঠে কুচ কাওয়াজের আয়োজনও ছিলে চোখে পড়ার মতো।













