মোঃ সানাউল্লাহ রিয়াদ, বরগুনা :: নারী ও শিশু সহিংসতা প্রতিরোধ করতে সংলাপের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগ জোরদার, সামাজিক মূল্যবোধ পরিবর্তন এবং ভুক্তভোগীদের সহায়তা ও ক্ষমতায়নের জন্য সম্মিলিত উদ্যোগ নেওয়া অপরিহার্য। যেখানে পুলিশ, গণমাধ্যম, এনজিও এবং গোটা সমাজকে একসাথে কাজ করতে হবে।
আর সেই জায়গা থেকেই নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারকরণে বরগুনায় ‘অ্যাডভোকেসি ডায়ালগ’ অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক -এর বরগুনায় চলমান জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচি’র আয়োজনে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বরগুনা শহরের মহাসড়ক সংলগ্ন ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ের হল রুমে এ ‘অ্যাডভোকেসি ডায়ালগ’ অনুষ্ঠিত হয়।
‘অ্যাডভোকেসি ডায়ালগে’ গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।
বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক এর সভাপতিত্বে ও ব্র্যাক বরগুনার জেলা সমন্বয়কারী মারুফ পারভেজ’র সঞ্চালনায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে চ্যালেঞ্জ ও এর থেকে প্রতিকারের বিষয়ে উন্মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন- সিপিডিপি এর নির্বাহী পরিচালক সাংবাদিক জাকির হোসেন মিরাজসহ বিভিন্ন এনজিও -এর প্রতিনিধিগণ।
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে তথ্যচিত্র ও ভিডিও ডকুমেন্টরি তুলে ধরে আলোচনা করেন- জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচি’র আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ সৌরভ হোসেন।
এসময় ব্র্যাক বরগুনার সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) উত্তম কুমার, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) সহ বিভিন্ন সমমনা এনজিও ও সংবাদকর্মী উপস্থিত ছিলেন।














