দেওয়ান তাছাদ্দুক রাজা, সুনামগঞ্জ :: সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জ জেলা ইপিআই মিলানায়তনে প্রসবজনিত ফিস্টুলা বিষয়ক এক জেলা কর্মশালায় জামালগঞ্জ উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত উপজেলা ঘোষণা করা হয়।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক তপন কান্তি ঘোষ, ডেপুটি সিভিল সার্জন ডা.সুকদেব সাহা,সহকারি পরিচালক ডা. দেবাশীষ শর্ম্মা, সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা.রফিকুল ইসলাম,গাইনী কনসালটেন্ট ডা.লিপিকা দাস,ডা. লোপা রানী দত্ত, ডা. পিয়াংকা পাল প্রমুখ।
সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ও স্বাস্থ্য অধিদপ্তর এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ অংশ নেন।
কর্মশালা শেষে জেলার জামালগঞ্জ উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা করা হয়। পরে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।













