শামসুল আলম, ঠাকুরগাঁও:: ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জেলার তিনটি আসনে মোট ১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইসরাত ফারজানা যাচাই-বাছাই শেষে এই ঘোষণা প্রদান করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার তিনটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ২৯ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত ২১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
ঠাকুরগাঁও-১ আসনে দাখিলকৃত ৩টি মনোনয়নপত্রের সবকটিই বৈধ ঘোষণা করা হয়েছে।
ঠাকুরগাঁও-২ আসনে ৮টি মনোনয়নপত্রের মধ্যে ৬টি বৈধ এবং ২টির বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। স্থগিত হওয়া প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত রেজাউল করিম ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত সাহাবুদ্দিন আহাম্মেদ।
ঠাকুরগাঁও-৩ আসনে ১০টি মনোনয়নপত্রের মধ্যে ৮টি বৈধ ঘোষণা করা হয়েছে। মামলা সংক্রান্ত জটিলতায় জাতীয় পার্টির হাফিজ উদ্দিনের মনোনয়নপত্র স্থগিত এবং স্বতন্ত্র প্রার্থী আশা মনির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইসরাত ফারজানা জানান, ত্রুটির কারণে যাদের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে, তারা প্রয়োজনীয় কাগজপত্র সংশোধন করে জমা দিলে যাচাই-বাছাই শেষে সেগুলো বৈধ না বাতিল বলে গণ্য হবে তা পরবর্তী সময়ে জানানো হবে।














