মোঃ রুহুল আমিন রাজু,জামালপুর:: গণতন্ত্রের সংগ্রামে আপোষহীন যোদ্ধা বাংলাদেশের মহান অভিভাবক ও সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠা আন্দোলনের আপোষহীন যোদ্ধা বাংলাদেশের মহান অভিভাবক, বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৪ জানুয়ারি রবিবার বিকেলে জামালপুর জেলার মেলান্দহ উপজেলা বিএনপিও পৌর বিএনপিএবং হাজরাবাড়ী পৌর বিএনপির যৌথ আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিল মেলান্দহ উপজেলা আধুনিক অডিটোরিয়াম চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শোক সভা ও দোয়া মাহফিলে সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুন্জুরুল কবীর মন্জু। উক্ত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক, জামালপুর -৩ ( মেমেলান্দহ – মাদারগঞ্জ) আসনের বিএনপির মনোনীত ধানের শীর্ষের এমপি প্রার্থী জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল।
তিনি বলেন, আমাদের মা,গণতন্ত্রের আপোষহীন যোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য নিজের জীবন দিয়ে সংগ্রাম করে গেছেন। তিনি বলেছেন, এই বাংলাদেশ আমার দেশ, এই দেশ ছেড়ে আমি কোথাও যাবো না,বাংলাদেশই আমার ঠিকানা, মরতে হলে এই দেশের মাটিতেই মরবো। আমার অন্য কোন ঠিকানা নেই, বাংলাদেশই আমার একমাত্র ঠিকানা। এদেশের মাটি, মানুষ আমার ঠিকানা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় দলমত নির্বিশেষে লক্ষ কোটি জনতার ঢল নেমেছিল ঢাকার রাজপথে। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন। 
এ সময় হাজার হাজার নেতাকর্মী শোক সভা ও দোয়া মাহফিল অংশ গ্রহণ করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মেলান্দহ বড় মাদ্রাসার মোহতামিম মুফতি শামসুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম, সহসভাপতি ও দুরমুঠ ইউনিয়ন পরিষদের সাবেক সফল ৩ বাবের চেয়ারম্যান সৈয়দ রাশেদুজ্জামান অপু, হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক নুরনবী মন্ডল, কেন্দ্রীয় যুবদলের সাবেক সফল যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাফিজ নাহিন, হাজরাবাড়ী পৌরসভার সাধারণ সম্পাদক শাহ মোঃ তালাদ মাহমুদ, মেলান্দহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দ, কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান ঠান্ডা, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান মাষ্টার, নাংলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব বজলুর রহমান, নয়ানগর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন, ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বুলবুল, ফুলকোচা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম, ঝাউগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আলিম, আদ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি আল হেলাল, শ্যামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিসানুর রহমান খান, মেলান্দহ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, মেলান্দহ উপজেলা ছাত্র দলের আহবায়ক মনিরুজ্জামান শিপলু ফকির, যুবদলের আহবায়ক মনোয়ার হোসেন মনু, সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ গফুর, পৌর যুবদলের আহবায়ক মোবারক হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা দোয়া মাহফিল পরিচালনা করেন ও শোক সভায় বক্তব্য রাখেন মেলান্দহ জামিয়া হোছাইনিয়া আরাবিয়া মাদ্রাসার মোহতামিম মুফতি শামসুদ্দিন।














