জনস্বার্থে পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্ন নগর গড়ে তোলার লক্ষ্যে বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের উদ্যোগে একটি পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ জানুয়ারি (শনিবার) সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচি বনশ্রী এলাকার মেরাদিয়া বাজার থেকে কাজীবাড়ী পর্যন্ত বিস্তৃত এলাকায় পরিচালিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বনশ্রী এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা–৯ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের সভাপতি মো: মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটারিয়ান জহুরুল ইসলাম এবং সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম রাসেল।
কর্মসূচির উদ্বোধনী পর্বে প্রধান অতিথি, উদ্বোধক ও সভাপতি পৃথক পৃথকভাবে বক্তব্য রাখেন। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, একটি পরিচ্ছন্ন পরিবেশ শুধু স্বাস্থ্য সুরক্ষার জন্যই নয়, বরং একটি সভ্য ও বাসযোগ্য নগর গড়ে তোলার অন্যতম পূর্বশর্ত। তাঁরা উল্লেখ করেন, নিয়মিত এ ধরনের সামাজিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো সম্ভব এবং তরুণ সমাজকে স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে সম্পৃক্ত করা যায়।
প্রধান অতিথি হাবিবুর রশিদ হাবিব তাঁর বক্তব্যে বলেন, “পরিচ্ছন্নতা শুধু সিটি করপোরেশনের একক দায়িত্ব নয়; নাগরিক হিসেবে আমাদের সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।” তিনি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
উদ্বোধক আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন বলেন, “নিজ নিজ এলাকা পরিষ্কার রাখা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যদি নিজের জায়গা থেকে সচেতন হই, তাহলেই পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত সমাজ গড়ে তোলা সম্ভব।” তিনি এ উদ্যোগকে এলাকার জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে মো: মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত বলেন, “বনশ্রী আফতাবনগর প্রেসক্লাব শুধু সাংবাদিকতা নয়, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও কাজ করে যাচ্ছে। পরিচ্ছন্নতা কর্মসূচি তারই একটি অংশ।” তিনি জানান, ভবিষ্যতে মাদকবিরোধী কার্যক্রম, বৃক্ষরোপণ ও সামাজিক সচেতনতামূলক আরও কর্মসূচি গ্রহণ করা হবে। 
এ সময় প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, যুগ্ম সম্পাদক ইমরান খানসহ সকল সদস্যগন উপস্থিত ছিলেন ।
এছাড়া উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য জামিলুর রহমান নয়ন, সাঈদ বাসীর রিপন, সাইফুল ইসলাম মামুন হোসেন সহ এলাকার সুধী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন। এরপর প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা সম্মিলিতভাবে মেরাদিয়া বাজার থেকে কাজীবাড়ী পর্যন্ত এলাকার রাস্তা, ফুটপাত ও আশপাশের স্থান পরিষ্কার করেন। স্থানীয় সাধারণ মানুষও এ সময় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল এলাকাবাসীর মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত থাকলে বনশ্রী ও আফতাবনগর এলাকাকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে গড়ে তোলা সম্ভব হবে।
বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের এ উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন এলাকাবাসী।













