মো: সানাউল্লাহ্ রিয়াদ, বরগুনা :: আসছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে বরগুনায় পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন জেলার সরাকরি দপ্তরসমূহের প্রধানগণের সাথে মতবিনিময় সভা করেছেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন- “আমাদের ছেলে-মেয়েরা জীবন দিয়ে যে সুযোগ তৈরি করে দিয়েছে, এটা কিন্তু আমাদের সবগুলো জেনারেশনকে ধরে রাখতে হবে। সতেরো বছর ধরে যে ব্যবস্থার মধ্যে ছিলাম, সেটা কিন্তু সবাই সাফার করেছে। এবং প্রত্যেকেই কিন্তু সেটা থেকে মুক্তি পেয়েছে। আমরা একটি সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা সৃষ্টি করতে পারিনি, যেখানে সংঘাত ছাড়া নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তিত হবে, আরেক সরকার আসবে এবং আগের সরকার ও পরবর্তী সরকার উভয়ের মধ্যে একটি সুসম্পর্ক থাকবে। সবাই দেশের জন্য কাজ করবে। কিন্তু সেই পরিস্থিতিটা আমরা সৃষ্টি করতে পারিনি। সেটারই কিন্তু এখন সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদেরকে চেষ্টা করতে হবে যেনো সেই আগের তুলনা অবস্থায় ফিরে না যায়। যাতে সামনের দিনগুলোতে আপনারা যেনো একটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য ব্যবস্থার মধ্য দিয়ে যেতে পারেন।”
উপদেষ্টা গণভোট নিয়ে বলেন- “এই গণভোটটা কিন্তু অন্যরকম। বাংলাদেশের মানুষ সুযোগ পেলে সঠিক সিদ্ধান্তটা নেয়। আমাদের যে সরকার পরিবর্তন হয়েছে, এর প্রত্যেকটি সিদ্ধান্ত সঠিক ছিলো মানুষের। মানুষকে সুযোগ দেওয়া হয়না। তাই সুযোগটা সৃষ্টি করতে হবে। অন্তবর্তী সরকার আছে, তারা সর্বাধিক চেষ্টা করছে এবং আমি খুশি হলাম যে, আপনারা এখানে (বরগুনা) সরকারি কর্মকর্তা যারা আছেন, তারা একটা টিম হিসাবে কাজ করছেন।”
“তবে নির্বাচনের যে বিষয়টি সেখানে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু গণভোটের ব্যাপারে আমাদের কথা আছে। আপনারা গণভোটের বিষয়গুলো ভালোকরে বুঝেন, নিশ্চয়ই পরিবর্তিত বাংলাদেশের জন্য আমরা হা ভোটের জন্যই সরাসরি বলছি। আমরা চাই যে হা জয়যুক্ত হোক। তবে সেটা এদেশের মানুষের মাধ্যমে হোক। গণভোটের দিকগুলো আমরা তুলে ধরব, সিদ্ধান্ত তারা নিবে। এখানে জোড় করে হ্যাঁ ভোট দেওয়ার কথা বলছি না। তবে যে যে কারণগুলোর জন্য হ্যাঁ ভোট এর কথা বলছি, তা সুন্দর করে মানুষের মধ্যে ব্যাখ্যা আকাড়ে তুলে ধরব।
উপদেষ্টা আরো বলেন- “নির্বাচনের যেটা প্রসঙ্গ, আমি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের প্রত্যেকেরই ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকতে পারে, সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। তবে সরকার কিন্তু কোনো পক্ষপাতিত্ব করে না। আমরা একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। যেখানে অতন্ত চমৎকার একটি নির্বাচন হবে, যেখানে মানুষ ভোট প্রয়োগ করতে পারবে, সঠিকভাবে গণনা হবে এবং যিনি বেশি ভোট পাবেন, তিনিই নির্বাচিত বলে বিবেচিত হবেন। এই তিনটি কাজ হল কঠিন চ্যলেঞ্জ। তবে সবার সহযোগিতা থাকলে এর থেকে উত্তরণ সম্ভব।”
বক্তব্যের শেষে তিনি মিডিয়াকে বলেন- “আপনারা পজেটিভ রোল প্লে করুন, মানুষকে ভোট দিতে এবং গণভোট এর বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করুন।”
বরগুনা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- বরগুনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা, বাংলাদেশ নৌবাহিনী, বরগুনা কন্টিনজেন্ট কমান্ডারসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরসমূহের প্রধানগণ উপস্থিত ছিলেন। এসময় অনেকেই বরগুনার পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টাকে অবগত করে বক্তব্য রাখেন।













