কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান বলেন,
১. নারীদের সম্মান অটুট রাখা হবে। আমরা মায়েদের নিশ্চিত করছি, ঘর থেকে যুদ্ধের ময়দান পর্যন্ত যেখানে যেতে চান, যেতে দেয়া হবে। মায়েদের জন্য আলাদা বাসের ব্যবস্থা করা হবে।
২. কুষ্টিয়ার নদীগুলোর সুরক্ষা নিশ্চিত করা হবে এবং তাতে প্রাণসঞ্চার করা হবে।
৩. নিরপরাধ কারো বিরুদ্ধে মামলা বাণিজ্য করা হয়নি। আমরা মাত্র ৮টি মামলা করেছি- যেগুলোর প্রতিটির আসামি ১ জনের বেশি নয়।
৪. চালের ট্রাক থেকে সকল প্রকার চাঁদা আদায় বন্ধ করা হবে।
৫. আমরা কথা দিচ্ছি, নদী বাঁচানোর মাধ্যমে আমরা সংগ্রাম শুরু করবো। নদী বাঁচলে আমার বাঁচব। পণ্য পরিবহনে খরচ কমানোর জন্য তিন জায়গায় হাত দিব- যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে, সিন্ডিকেট ভেঙ্গে দেওয়া হবে, আর চাঁদাবাজিতে লিপ্তদের অন্য জায়গায় কাজ দিবো।
৬. বন্ধ কলকারখানা চালু করা হবে।
৭. বেকার ভাতা দিয়ে যুবকদের বোঝা বানাতে চাই না। তাদের কাজ শিখিয়ে কর্ম উপযোগী করে গড়ে তোলা হবে।














