হলধর দাস, নরসিংদী – গত ১৯ আগস্ট শুক্রবার নরসিংদী জেলা কারাগার ভাংচুর, অগ্নিসংযোগ, অস্ত্রলুট ও আসামী বের করে নেয়ার ৫দিন পর বুধবার(২৪ জুলাই) দুপুরে পৌনে ১টায় হেলিকপ্টার যোগে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নরসিংদী মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অবতরণ করেন। পরে তিনি গাড়ী বহর নিয়ে ১টা ২৫ মিটিটের সময় নরসিংদী জেলা কারাগারে পরিদর্শনে যান। কারাগারে আনুমানিক ১০ মিনিট কাল পরিদর্শন শেষে ১-৩৪ মিঃ কারাগার থেকে বেরিয়ে যান।
এসময় নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম,পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম সহ অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ
উপস্থিত ছিলেন।
ইতোমধ্যে জেলা প্রশাসক ড. বদিউল আলম এর গণবিজ্ঞপ্তির নির্দেশে জেল পলাতক আসামীদের মধ্যে বুধবার(24/7/2024) পর্যন্ত তিন দিনে মোট ২৯৩ জন আসামী নরসিংদী বারের সভাপতি এড. নাজমুল ইসলামের সহায়তায় সংশ্লিষ্ট আইনজীবীদের মাধ্যমে নরসিংদীর বিজ্ঞ
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল হক এর আদালতে সেচ্চায় আত্মসমর্পণ করেছে।
নরসিংদী জেলখানা থেকে লুট হওয়া ৮৫ টি অস্ত্রের মধ্যে বুধবার(24.07.2024) পর্যন্ত 40 টি অস্ত্র উদ্ধার হয়েছে ।
অপরদিকে, বুধবার সকালে ৬টার দিকে নরসিংদীর জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে সন্দেহভাজন ৫ জনকে আটক করেছে।
এরা হলো, অফিস সহকারী আব্দুল কাইয়ুম, হেফজ খানার শিক্ষক হাবিবুল্লাহ, হেফজ খানার শিক্ষক হাফেজ কাউছার,কম্পিউটার অপারেটর মাওলানা শামীম হাসান ও ফাজিল প্রথম বর্ষের ছাত্র আব্দুর রহিম।
উল্লেখ্য, কয়েকদিন যাবৎ সেনাবাহিনীর আন্তরিক প্রচেষ্ঠায় নরসিংদী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত অবস্থায় ফিরে এসেছে।