নরসিংদী-  নরসিংদীর পৃথক পৃথক স্থানে  অভিযান চালিয়ে জেলা কারগার থেকে লুট করে নেয়া একটি সর্টগান ও একটি রাইফেলসহ মোট ৫টি অস্ত্র ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী।
১৮ আগস্ট (রোববার) দুপুরে নরসিংদী ক্যাম্পে দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা, ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল মোঃ ফাহিম মাহমুদ  উদ্ধারকৃত অস্ত্র ও গুলি নরসিংদী পুলিশের  নিকট  হস্তান্তর করেন।
সেনাবাহিনী সূত্র জানায়, জেলার চিনিশপুর গ্রামে অভিযান চালিয়ে জেলা কারাগার থেকে লুট করে নেয়া একটি সর্টগান ও একটি রাইফেল উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, গত ১১ আগষ্ট রায়পুরা উপজেলার মেথিকান্দা গ্রামে একদল ডাকাতকে ধাওয়া করলে তারা  ৩টি এক নলা বন্দুক ফেলে পালিয়ে যায়। ফেলে যাওয়া অস্ত্রগুলো  উদ্ধার করে সেনা বাহিনীর সদস্যরা ।  উদ্ধারকৃত এসব অস্ত্র জেলা পুলিশের পক্ষ থেকে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ গ্রহণ করেন।
ওসি তানভীর আহমেদ জানান, নরসিংদী কারাগার থেকে
লুটে নেয়া ৮৫টি অস্ত্রের মধ্যে এ পর্যন্ত ৫২টি অস্ত্র উদ্ধার করা
হয়েছে।
 
			 
                                 
		    
 
                                













