ঝিনাইদহ প্রতিনিধি- ‘দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেয় ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসন। তারই অংশ হিসেবে প্রায় দুই শতাধিক যুবকদের সাথে নিয়ে রোববার সকালে সদর উপজেলার মুরারীদহ দোহারখালে কচুরিপনা পরিষ্কার করা হয়।
এসময় ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা সুলতানা, কমশিনার বাংলাদেশ স্কাউটস জেলা রোভার ফিরোজ আল হাসান, যুব উন্নয়ন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার (ইমপ্যাক্ট) সঞ্জয় কুমার হালদার, মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম, বিডি ক্লিনের জেলা প্রতিনিধি মেহেদী হাসানসহ ফায়ার সার্ভিসের সদস্যগণ, মেডিকেল টিম, ঝিনাইদহ পৌরসভার স্টাফ ও যুব উন্নয়নের কর্মকর্তা কর্মচারিবৃন্দ। শুরুতে শপথবাক্য পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী। সকাল থেকে দুপুর পর্যন্ত দোহারখালে কচুরিপনা পরিষ্কার করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী বলেন, এটি মহতি কর্মযজ্ঞ। নদী নালা খাল বিল পরিষ্কার থাকলে পরিবেশ ভালো থাকে। পর্যায়ক্রমে সদর উপজেলার সকল খালের কচুরিপনা পরিষ্কার রাখার বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।
ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজ জানান, যুব দিবস উপলক্ষে সরকার কর্তৃক কর্মসূচি নির্ধারণ করে দিয়েছেন। পরিবেশ মন্ত্রনালয় কর্তৃক নির্দেশিত হয়ে যুব দিবসের ৩য় দিনে আজকের এই কর্মসূচি পরিচালিত হচ্ছে এবং এটি স্বেচ্ছাসেবী সংগঠন দ্বারা বাস্তবায়িত করার নির্দেশনা ছিল। তিনি আরও জানান, যুব উন্নয়নের ১শত ২০ জন শিক্ষার্থীসহ জেলা স্কাউটস ও বিডি ক্লিনের মোট ২শতাধিক যুবক দ্বারা আজকের এই কর্মসূচি বাস্তবায়িত করা হয়।