মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় – পঞ্চগড়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যেগে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলার সদর উপজেলার ধাক্কামারা এলাকায় অবস্থিত সেতারা ফিলিং স্টেশন প্রাঙ্গণে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় জেলা প্রশাসন পঞ্চগড় এর সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমরানুজ্জামান অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর সহকারী পরিচালক মো. ইউসুফ আলী প্রসিকিটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও পুলিশ বিভাগ, পঞ্চগড় এর একদল সদস্য অভিযান পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেন।
জানা যায়, উক্ত অভিযানকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহণের অপরাধে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয় এবং ৩০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় বাজারের আনিস স্টোরের স্বত্বাধিকারী মো. আনিসকে ১০ হাজার টাকা এবং একই বাজারে অবস্থিত জয় স্টোরের স্বত্বাধিকারী মেহেদী হাসান জীমকে ১০ হাজার টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয়েছে।