নরসিংদী – তেলবাহী ট্রাক ছিনতাইয়ের আসামীদের থানা থেকে ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে থানায় হামলা করেছে দুুবৃর্ত্তরা।
সোমবার( ৩০ ডিসেম্বর)বিকালে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানায় এ হামলার ঘটনার ঘটনা ঘটে। ইদানিং ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী, রূপগঞ্জ, আড়াইহাজার ,পাঁচরুখী, পুরিন্দা, ছনপাড়া ও মাধবদী এলাকার বিভিন্ন স্থানের সড়কে প্রায়ই তেল ও মালবাহী ট্রাকে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে।
এ ঘটনায় গত রবিবার মাধবদী থানার পুলিশ চারজন ছিনতাইকারিকে আটক করে থানায় নিয়ে যায়। এ চারজন ছিনতাইকারিকে থানা থেকে ছাড়িয়ে নিতে তাদের লোকজন থানায় এসে ব্যর্থ হয় ।
পরে সন্ত্রাসীরা সোমবার বিকালে মাধবদী থানায় হামলা চালায়। এবং থানার দরজা জানালায় ইটপাটকেল নিক্ষেপ করে। এতে থানার জানালার গ্লাস ভেঙ্গে যায় তবে কোন পুলিশ সদস্য আহত হয়নি বলে জানান কর্তৃপক্ষ।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ কলিমুল্লাহ সাংবাদিকদের বলেন, থানায় হামলার দুটি কারণ হতে পারে। এর একটি হলো : আমাদের মাধবদী থানা পুলিশ ডাকাতি মামলার একটা ঘটনায় মাধবদী ও নরসিংদীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজন আসামীকে গ্রেপ্তার করে। এ চার জনকে ছিনিয়ে নিতে এ হামলা হতে পারে।
অথবা, রেজিস্ট্রেশন বিহীন একটিমোটরসাইকেল জব্দ করা হয়েছে, এটি নিয়ে যেতেও হামলা হতে পারে। যারা হামলা চালিয়েছে তারা স্থানীয়ই। তদন্তের স্বার্থে তাদের নাম ঠিকানা বলা যাচ্ছে না। তবে বর্তমানে আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে ।