খাইরুল ইসলাম-  নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, গণতান্ত্রিক যাত্রা পথ উত্তরণের জন্য নির্বাহী রোড ম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবীতে ১৭ ফেব্রুয়ারী বেলা ১টায় নেত্রকোনা স্থানীয় পুরাতন কারেক্টরেট মাঠে জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, যুগ্ন মহাসচিব জাতীয় নির্বাহী কমিটির বিএনপি, বিশেষ অতিথি ছিলেন আবু ওয়াহাব আকন্দ, সহ সম্পাদক, ময়মনসিংহ বিভাগ,জাতীয় নির্বাহী কমিটি, এটিএম আব্দুল বারী ডেনি সহ,ধর্ম বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি, খুরশিদ আলম মিয়া, সম্মানিত সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, সম্মানিত সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিন, সম্মানিত সদস্য, জাতীয় নির্বাহী কমিটি নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক ডঃ আনোয়ারুল হক, এর সভাপতিত্বে সদস্য সচিব রফিকুল ইসলাম হেলালী, এর সঞ্চালনা সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান, নুরুজ্জামান নুরু, রাবিয়া আলী, এডভোকেট মাহফুজুল হক, আবু তাহের তালুকদার, এস এম মনিরুজ্জামান দুদু, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, যুবদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, ছাত্রদল নেতা সারোয়ার আলম এলিন, অনিক মাহাবুব চৌধুরী প্রমুখ। স্থানীয় বিএনপির যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। ১৮| ফেব্রুয়ারী ২০২৫
			
                                
		    
                                












