ময়মনসিংহ জেলা সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি সম্প্রদায়ের দেড় শতাধিক জন বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সোমবার (১০ মার্চ) বিকেলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ময়মনসিংহ জেলা সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় ময়মনসিংহ জেলা সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডেপুটি রেজিস্ট্রার-১ সংস্থাপণ একেএম মাহবুবুর রশিদ গোলাপ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. আসলাম উদ্দিন, প্রফেসর ড. মোঃ মোখলেছুর রহমান, বাকৃবি ছাত্রদল শাখার সদস্য সচিব শফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও তারেক রহমানের জন্য দোয়া করা হয়। ২০১৮ সালে ময়মনসিংহ জেলা সমিতির পথ চলা শুরু হয়।