বারহাট্টা :: নেত্রকোণার বারহাট্টায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসানের সভাপতিত্ব ও সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রহমত আলী, প্রেসক্লাবের সদস্য সচিব মোফাজ্জল হোসেন খান, সাংবাদিক ফেরদৌস আহমাদ বাবুল, লতিবুর রহমান খান, রুকুনুজ্জামান খান, মুখলেছুর রহমান খান, আজিজুল হক ফারুক, ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব সাজরুল প্রমুখ। এছাড়াও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।