নরসিংদী :: “শ্রমিক—মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে”, “শ্রমজীবী মানুষের অধিকার, বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার” –
এই প্রতিপাদ্যে নরসিংদীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার(১লা মে) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি সার্কিট হাউজ প্র প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এসময় র্যালিতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: সৈয়দ মোা: আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মো: কলিমুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আবু তাহের মো: সামসুজ্জামান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নরসিংদী এর উপমহাপরিদর্শক এ কে এম সালাউদ্দিন। এছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, শ্রমিকবৃন্দ র্যালিতে উপস্থিত ছিলেন ।
পরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম কল্যাণ কেন্দ্র নরসিংদী এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।