আইয়ুব আলী ময়মনসিংহ :: ময়মনসিংহ ভাষাশহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ২০২৪ সালে ফ্যাসিবাদী সরকার হটাতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ৫১ জন পরিবারকে ২ লক্ষ্য টাকা করে চেক প্রধান করা হয়েছে। আজ দুপুরে এসব পরিবারের হাতে চেক তুলে দিয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার
মোখতার আহমেদ। বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, জেলা প্রশাসক মুফিদুল আলম, জেলা পরিষদের প্রশাসক, শহীদ সাগরের বাবা মো আসাদুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা কমিটির সদস্য সচিব আলী হোসেন প্রমুখ। এর আগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদের প্রতি এক মিনিট দাড়িয়ে সন্মান জানানো হয়।
চেক প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথী বিভাগীয় কমিশনার মো মোখতার আহমেদ বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদের রক্তেরবিনিময়ে আমরা একটি নতুন দেশ পেয়েছি। যে দেশে এখন কথা বলা রাজনীতি করার এবং সুস্থ ধারার সংস্কৃতি চর্চার সুযোগ এসেছে। আমরা এসব শহীদদের রক্তের ঋন কখনোই শোধ করতে পারবনা। যুগেযুগে দেশের মানুষের জন্য গনতন্ত্রের জন্য জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র-জনতার ত্যাগ ও রক্তমাখা পথ বেয়েই র্ফাসিবাদের বিরুদ্ধে প্রয়োজন হলে আবারও সবাই জেগে ওঠবে ছাত্র-জনতা।