মোঃ সানাউল্লাহ রিয়াদ, বরগুনা প্রতিনিধি : বরগুনায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ ৭ দফা দাবী আজ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি বেলা ১১ টার দিকে জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করে।
পরে বরগুনা জেলা প্রশাসক ও সিভিল সার্জনের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার বরাবরে স্মারকলিপি পাঠানো হয়।
সাত দফা কর্মসূচির মধ্যে রয়েছে- বরগুনায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হবে, হাসপাতালের শূন্য পদে চিকিৎসক নিয়োগ করতে হবে, আড়াইশ’ শয্যা হাসপাতালের জনবল নিয়োগ ও বরাদ্দ বৃদ্ধি করতে হবে, রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ ও বিশেষজ্ঞ জনবল নিয়োগ দিতে হবে, ওষুধ সরবরাহ বৃদ্ধি, খাবারের মান উন্নত ও আরো দুটো এম্বুলেন্স দিতে হবে, ডেঙ্গু মোকাবেলায় ঢাকা থেকে বিশেষজ্ঞ চিকিৎসক টিম বরগুনা হাসপাতালে পাঠাতে হবে, পদায়নকৃত চিকিৎসকরা বরগুনায় যোগদান না করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন- বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল, বরগুনা প্রেসক্লাবের সভাপতি সোহেল হাফিজ, জেলা এনজিও ফোরামের সভাপতি জাকির হোসেন মিরাজ, নারীনেত্রী আফরোজ সুলতানা আখি, রোগী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক গোলাম কবির, সিপিপির জয়দেব রায়, সংগ্রাম’র এ, এন, এম, আশরাফ উদ্দিন প্রমুখ।