মোঃ সানাউল্লাহ রিয়াদ, বরগুনা :: প্লাস্টিক দূষণ বর্তমান বিশ্বের একটি মারাত্মক সমস্যা। এটি যেমন মাটিকে দূষিত করে, তেমনি এর উর্বরতা হ্রাস করে। প্লাস্টিক পানি ও বাতাসকেও দূষিত
করে। যা পরিবেশের উপরে মারাত্মক প্রভাব ফেলে।
প্লাস্টিক পানির মাধ্যমে মানুষের শরীরে মাইক্রো প্লাস্টিক রূপে প্রবেশ করে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে। তাই
প্লাস্টিক দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।
এমন বিষয়কে চিন্তা করে বরিশাল বিভাগের অন্যতম এনজিও সংগ্রাম (সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচি) এর SMART-Dry Fish উপ-প্রকল্পের উদ্যোগে বিশ্ব
পরিবেশ দিবসকে কেন্দ্র করে পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকতে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
কুয়াকাটা-নয়াপাড়া পরিবেশ ক্লাব’র আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সোমবার (২৩ জুন) সকাল ১০টার দিকে কুয়াকাটা পর্যটন এলাকায় পৌরসভার সামনে থেকে একটি র্যালি বের হয়ে সমুদ্র তীরে গিয়ে শেষ করে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করে।
পরে কুয়াকাটা পৌরসভার হলরুমে বেলা ১১টার দিকে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ইন্সপেক্টর নাজমুল আহসান।
সংগ্রাম’র সহকারী পরিচালক (ঋণ) মোঃ ফয়সাল আহম্মদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুয়াকা়টা-নয়াপাড়া পরিবেশ ক্লাব’র সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন, শিক্ষক প্রতিনিধি মোঃ ছগির আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- SMART-Dry Fish উপ-প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন।
আলোচনা সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- কুয়াকাটা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সংগ্রাম প্রধান কার্যালয়ের মিডিয়া অফিসার মোঃ সানাউল্লাহ রিয়াদ, কুয়াকাটা শাখা ব্যবস্থাপক মোঃ ফারুক হোসেন, কুয়াকাটার বিভিন্ন মৎস্যজীবী, শুটকি উদ্যোক্তা, মৎস্য ব্যবসায়ী, শুটকি ব্যবসায়ী, পরিবেশ ক্লাবের সদস্যবৃন্দ ও SMART-Dry Fish উপ-প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।