জিএম কিবরিয়া, দূর্গাপুর :: রাজশাহীর দুর্গাপুরে সিংগা জিসি থেকে গগনবাড়িয়া পর্যন্ত সড়ক নির্মানে নিম্নমানের তিন নম্বর ইট, খোয়া,ময়লা, মাটি যুক্ত বালি ব্যবহারের অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষের উদাসীনতায় এলাকাবাসীর মাঝে ব্যাপকভাবে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নির্মান কাজে বাঁধা প্রদান করে নিম্নমানের নির্মাণ সামগ্রীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ।
উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা যায়,
সিংগা জিসি থেকে গগনবাড়িয়া আর,এন,এইচ ভায়া আমগ্রাম ৭ হাজার ৪৯০ মিটার সড়কটির নির্মাণ কাজ শুরু হয় ২০২৪ সালের মার্চ মাসে যা শেষ হবার কথা রয়েছে ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসে। সড়ক টির প্রকল্প ব্যয় নির্ধারণ করা হয়েছে ১১ কোটি ২০ লক্ষ ২১ হাজার টাকা।
সড়কটির নির্মাণ কাজ করছেন রাজশাহীর ঠিকাদারি প্রতিষ্ঠান এম এ ইন্জিনিয়ারিং।
সরজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার দুই পাশের এজিং তিন নাম্বার ইটের ব্যবহার করা হয়েছে যা এখনই ভেঙ্গে গুড়ি হয়ে যাচ্ছে। নিম্নমানের খোয়া, পরিস্কার বালির পরিবর্তে ময়লা মাটি যুক্ত বালি ব্যবহার করে ভরাটের কাজ করা হচ্ছে এবং সড়কটি ভালোভাবে রোলিং করা হচ্ছে না।
শ্রীপুর এলাকার বাসিন্দা শুভ জানান, শুরু থেকে ঠিকাদারী প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করে আসছে। বারবার নিষেধ করার সত্ত্বেও তারা ভালো জিনিস ব্যবহার করছে না । ভরাটের কাজে ময়লাযুক্ত মাটি বালু ব্যবহার করেছে আবার তিন নাম্বার ইট ব্যবহার করছে যা এখনই ভেঙে যাচ্ছে । আমরা সকলে মিলে বাধা দিয়েছি আমাদের রাস্তার কাজ ভালো মানের জিনিস দিয়ে করতে হবে এই রকম দুর্নীতি মেনে নিবো না।
এ বিষয়ে ঠিকাদারের প্রতিনিধি বলেন, আমরা এক নাম্বার ইট নিয়ে এসেছি এর মাঝে দু’চারটা দুই নাম্বার ইট থাকতে পারে আপনারা ইঞ্জিনিয়ারকে ডেকে দেখান।
এ বিষয়ে দুর্গাপুর উপজেলা প্রকৌশলী মোঃ মাসুক-ই- মোহাম্মদ বলেন, ইটের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে। রাস্তার অন্যান্য নির্মাণ কাজ চলমান রয়েছে।