হলধর দাস,নরসিংদী:: এসএসসি(২০২৫)পরীক্ষার ফলাফলে এবারও কৃতীত্ব অর্জনের চমক অব্যাহত রেখেছে নরসিংদীর শিবপুর উপজেলার কামারটেক এলাকায় প্রতিষ্ঠিত ” তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি “। ৯৬ দশমিক ২৯ ভাগ শিক্ষার্থী পাশ সহ জিপিএ-৫ অর্জনেও শিবপুর উপজেলায় দ্বিতীয় স্থানে
” তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি “। অংশগ্রহণ করেছিলো ৫৪ জন পরীক্ষার্থী । উত্তীর্ণ হয়েছে ৫২জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২২জন। এবারের এসএসসি ফলাফলে নরসিংদী জেলায় সেরা দশের মধ্য
চতুর্থ স্থানে রয়েছে ” তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি “।
চৈতন্য বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মধ্যে এসএসসি’র ফলাফলে “তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি” রয়েছে প্রথম স্থানে ।
উল্লেখ্য, বিদ্যালয়টির প্রতিষ্ঠাকাল থেকেই এসএসসি’র ফলাফলে ধারাবাহিক চমক দেখিয়ে আসছে।
এর মধ্যে ২০২৪ সালে ৬২ পরীক্ষার্থীর ২৫ জন জিপিএ-৫ সহ শতভাগ উত্তীর্ণ হয়েছিলো । ২০২৩ সালে ৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ জন জিপিএ-৫ সহ ৫৮ জন উত্তীর্ণ হয় । ২০২২ সালের ৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন জিপিএ-৫ সহ ২৯ জন উত্তীর্ণ হয়। ২০২১ সালে ৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন জিপিএ-৫ সহ ৩০ জন উত্তীর্ণ হয়। ২০২০ সালের এসএসসি পরীক্ষায়ও শতভাগ উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছিলো ।
শিবপুরের যশোর ইউনিয়নের কামারটেক এলাকার কৃতি সন্তান শিক্ষানুরাগী ও সমাজ সেবক রোটারিয়ান মোঃ বশিরুল ইসলাম বশির নিজ এলাকায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ২০১৭ সালে তাঁর পিতার নামে “তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি” প্রতিষ্ঠা করেন।
এ বিদ্যালয়ে বর্তমানে ছাত্র ছাত্রী সংখ্যা ১১৫০ জন। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠাতা মোঃ বশিরুল ইসলাম বশিরের সার্বিক তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় এক জাঁক নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দের অক্লান্ত পরিশ্রম ও এলাকাবাসীর সহযোগিতায় লেখাপড়ার মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
বিদ্যালয়টিতে রয়েছে নিজস্ব যানবাহন। বোর্ড পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করছেন।
অভিভাবক মোঃ নজরুল ইসলাম বলেন, তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির লেখাপড়ার মান ভালো, নিয়ম শৃঙ্খলাও ভালো। আশাকরি, বিদ্যালয়টি আরো ভালো ফলাফল অর্জন করবে ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল চন্দ্র পাল বলেন, প্রতিষ্ঠাতার সঠিক দিক নির্দেশনা, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও এলাকাবাসীর সহযোগিতায় ভালো ফলাফল যাতে অব্যাহত থাকে, আমরা সেই চেষ্টাই করছি।
সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
প্রতিষ্ঠাতা মোঃ বশিরুল ইসলাম বশির বলেন,
শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতায় আরও ভালো ফলাফল অর্জন করার চেষ্টা করা হচ্ছে। ফলাফল ভবিষ্যতে যাতে আরও ভালো হয় সেই চেষ্টা অব্যাহত থাকবে।
শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন বলেন, তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি কর্তৃপক্ষের পরিচালনা ভালো। তাদের নিজস্ব যানবাহন আছে। ফলাফল ভালো করার জন্য তাদের চেষ্টা সন্তোষজনক